logo
ads
১৪ জুলাই, ২০২৫

ট্রাম্পের শুল্কের লক্ষ্য এশীয় দেশগুলো, কে জিতছে

অনলাইন ডেস্ক

ট্রাম্পের শুল্কের লক্ষ্য এশীয় দেশগুলো, কে জিতছে

16px

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পাল্টা শুল্কের হুমকিকে ‘গভীরভাবে দুঃখজনক’ আখ্যা দিয়েছেন। ট্রাম্প জাপানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তাতে ক্ষুব্ধ টোকিও। দেশটি বহুদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংঘাত এড়াতে অনেক চেষ্টা করছে।

জাপানের গাড়িশিল্প এমনিতেই বিপর্যস্ত। সে জন্য তারা চাইছে, এ শিল্পের জন্য কিছু ছাড় দেওয়া হোক। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও নিজেদের চালের বাজার উন্মুক্ত করতে রাজি নয় তারা।

এ পর্যন্ত কয়েক দফা আলোচনা হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে ট্রাম্প যখন বন্ধু ও প্রতিপক্ষ সবাইকে লক্ষ্য করে একযোগে শুল্ক আরোপ শুরু করেন, তখন থেকে জাপানি প্রতিনিধিদল অন্তত সাতবার ওয়াশিংটন সফর করেছে। তবে এসব আলোচনা ফলপ্রসূ হয়নি বলেই ধারণা। একসময় ট্রাম্প জাপানকে ‘দুর্ধর্ষ’ বললেও এখন বলছেন, জাপান সহযোগিতা করছে না।

গত সপ্তাহে জাপানসহ ২৩টি দেশকে নতুন শুল্কের চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৪টি দেশই এশিয়ার। দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে শ্রীলঙ্কা—বেশির ভাগই রপ্তানিনির্ভর উৎপাদন খাতনির্ভর অর্থনীতি।

শুক্রবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে বেশির ভাগ বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলেছেন তিনি। এমনকি এ–ও বলেছেন, আরও শুল্ক আরোপে মূল্যস্ফীতির ঝুঁকি নিয়েও তিনি চিন্তিত নন।

ads
dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads